টাকা নেই, জাতিসংঘে এসক্যালেটর-এয়ারকুলার বন্ধ

খরচ কমাতে এসক্যালেটর ও কুলার বন্ধের পাশাপাশি কূটনীতিকদের জন্য যে পানশালাটি রয়েছে, সেটিও বিকেল ৫টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। ঘন ঘন বৈঠকে রাশ টানার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন থেকে জাতিসংঘের কর্মকর্তাদের বিমানে ভ্রমণেও কাটছাঁট করা হবে।
সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বলেন, “চলতি মাসে আমরা চরম অর্থ সংকটে পড়বো। আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। তহবিলে যে পরিমাণ অর্থ রয়েছে তা দিয়ে নভেম্বরে বেতন দেওয়া যাবে না।”
তিনি আরও জানান, বিগত এক দশকে এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। ৬০টি দেশের থেকে সংস্থাটির প্রাপ্য অর্থ এখনো মেলেনি। তাই চলতি অর্থ বছরে ১৪০ কোটি ডলারের ঘাটতির মুখে পড়তে হয়েছে।