আমেরিকায় ধেয়ে আসছে শীত
সিএনএনের আবহাওয়াবিদ টেলর ওয়ার্ড বলেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাসে এমন একটি প্যাটার্নে আছি, যেখানে কানাডাসহ মধ্য ও পূর্বাঞ্চলে শীতের ভয়াবহতা আমাদের দিকে ধাবিত হচ্ছে।’
আমেরিকার বড় অংশজুড়ে তীব্র শীত ধেয়ে আসছে। তাপমাত্রা কমে গিয়ে ১৭০ বছরের রেকর্ড ভাঙার কথা বলছে মার্কিন আবহাওয়া দপ্তর। পুরো আমেরিকার প্রায় দুই–তৃতীয়াংশ এলাকার তাপমাত্রা কমে যাবে এবং মানুষ ঠান্ডায় বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনের কারণেই এ বছর বেশি পরিমাণে তুষারপাতের আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মে তীব্র গরম এবং শীতে হিমশীতল আবহাওয়া থাকছে। তীব্র শীত থাকবে উত্তরের সমভূমিতে। সেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে। কুয়াশাযুক্ত বাতাস থাকবে। শীতের তীব্রতা থাকবে পুরো অঞ্চলে।